মঙ্গলবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

ব্যবসায়ী আহসানুল ওয়াদুদ এর মৃত্যুতে বাপা’র শোক

প্রকাশিত : আগস্ট ২০, ২০২২




প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ টাউন হল সড়কের ব্যবসায়ী রূপান্তর ট্রেডার্স এর সত্ত্বাধিকারী আহসানুল ওয়াদুদ সাহেদ (৬২) আজ শনিবার (২০ আগস্ট) বেলা ১১ টা ৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহে ওয়াইন্নাইলাহি রাজিউন)।

বাদ এশা হবিগঞ্জ টাউন মসজিদ প্রাঙ্গণে (চানমিয়া মসজিদ) জানাজার নামাজ শেষে রাজনগর কবরস্থানে দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে, ৪ ভাই ৪ বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুম আহসানুল ওয়াদুদ সাহেদ হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মরহুম আব্দুল ওয়াদুদ সাহেবের ছেলে এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ শাখার সভাপতি, বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মো: ইকরামুল ওয়াদুদ এর ছোট ভাই।

আহসানুল ওয়াদুদ সাহেদ এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শরীফ জামিল, হবিগঞ্জ শাখার সহ-সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, তাহমিনা বেগম গিনি, সাধারণ সম্পাদক সোহেল প্রমুখ। শোক বার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।#

আজকের সর্বশেষ সব খবর