শুক্রবার | ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্ঘটনার কবলে র‍্যাবের মাইক্রোবাস, আহত ৪

প্রকাশিত : আগস্ট ৭, ২০২১




জার্নাল সারাদেশ বার্তা ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় র‍্যাব-১১ এর সদস্যদের বহনকারী একটি মাইক্রোবাস দুর্ঘটনার কবলে পড়েছে।

শনিবার (৭ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার শাহবাজপুর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

এতে চারজন র‍্যাব সদস্য আহত হয়েছেন। এরা হলেন- ক্যাপ্টেন তৌফিক আহমেদ, কর্পোরাল জাহিদুল ইসলাম, নায়েক বেলাল হোসেন ও কনস্টেবল আক্কাস আলী।

র‍্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান, র‍্যাব-১১ এর একটি দল হবিগঞ্জের দিকে অভিযানে যাচ্ছিল। পথিমধ্যে শাহবাজপুর এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা হঠাৎ করে মহাসড়কে উঠে পড়লে অটোরিকশাটিকে রক্ষা করতে গিয়ে র‍্যাব সদস্যদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে কয়েকজন র‍্যাব সদস্য সামান্য আহত হয়েছেন।

আজকের সর্বশেষ সব খবর