শনিবার | ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

মধু আহরণের জন্য সুন্দরবনে মৌয়ালদের যাত্রা

প্রকাশিত : এপ্রিল ২, ২০২৩




Spread the love

জার্নাল সারাদেশ বার্তা ॥ মধুর পাশ নিয়ে বনে প্রবেশ করেছে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের মৌয়ালরা। গতকাল শনিবার দুপুরে (১ এপ্রিল) বনবিভাগের প্রহরায় মৌয়ালরা নৌকায় করে একযোগে মধু আহরণের জন্য বনে প্রবেশ করে। দুই মাস বনে অবস্থান করে তাদের মধু সংগ্রহের কথা রয়েছে। তবে অভয়ারণ্য এলাকায় ঢুকে মধু আহরণ নিষিদ্ধ থাকায় কাঙ্খিত মধুর দেখা পাবেন কিনা তা নিয়ে মৌয়ালদের মাঝে রয়েছে শঙ্কা। এ ছাড়া বিরুপ আবহাওয়ার কারণে গত বছর গরান গাছে যথা সময় ফুল না আসায় কাঙ্খিত মধুর দেখা পাননি মৌয়ালরা।

বনবিভাগ জানায়, ১ এপ্রিল পাশ নিয়ে বনে প্রবেশ করেছে শরণখোলার মৌয়ালরা। এ বছর এখন পর্যন্ত ৩৪টি মধুর পাশ হয়েছে এবং এসব পাশের অনুকূলে প্রায় ২৫০ জন মধু সংগ্রহকারী বনে প্রবেশ করেছে। ৩০ জুন পর্যন্ত তারা বনে অবস্থান করে মধু সংগ্রহ করবে।

বন সংলগ্ন শরণখোলা উপজেলার দক্ষিণ সাউথখালী গ্রামের মৌয়াল মোঃ ইউনুস আলী হাওলাদার, চালিতাবুনিয়া গ্রামের মোঃ ইসমাইল হোসেন, বগী গ্রামের মোঃ কামাল হোসেন জানান, পূর্ব সুন্দরবনের দুধমুখি, কোকিলমুনি, টিয়ারচর, ছাপড়াখালী, কচিখালী, কটকা এলাকায় বেশী মধু পাওয়া যায়। কিন্তু এসব জায়গা অভয়ারণ্য ঘোষণা করায় বনবিভাগ মধু আহরণে বাধা দেয় বনরক্ষীরা। এ কারণে অনেক খরচ ও কস্ট করে আশানুরুপ মধুর দেখা পাননা এবং লোকশান গুনতে হয় তাদের। অভয়ারণ্য এলাকায় মধু আহরণ করার সুযোগ পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান মৌয়ালরা।

শরণখোলা রেঞ্জ কর্মকর্তা রানা দেব জানান, অভয়ারণ্য ঘোষিত এলাকায় মধু আহরণ নিষিদ্ধ রয়েছে। মৌয়ালরা বনে প্রবেশ করে বনের কোন ক্ষতি না করতে পারে সে দিকে বনরক্ষীরা সতর্ক দৃষ্টি রাখছে। ২০২১-২২ অর্থ বছরে পূর্ব সুন্দরবন থেকে ৬শ কুইন্টাল মধু আহরণের লক্ষ্যমাত্রা নিয়ে মাত্র ২২৮ কুইন্টাল মধু সংগ্রহ করা করা সম্ভব হয়। প্রাকৃতিক কারণে গত বছর আশানুরুপ মধু আহরণ করতে পারেনি মৌয়ালরা। এ বছর আবহাওয়া ভালো আছে মধু আহরণে লক্ষ্যমাত্রা অর্জনের চেষ্টা করা হবে।


Spread the love
আজকের সর্বশেষ সব খবর