মঙ্গলবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

মাধবপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

প্রকাশিত : জুলাই ১৭, ২০২৩




শেখ ইমন আহমেদ, মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জের মাধবপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।ঘটনাটি ঘটেছে সোমবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১০ টায় মাধবপুর উপজেলার ৩নং বহরা ইউনিয়নের দলগাও গ্রামে।

মৃত শিশুরা হলো ওই এলাকার মোঃ নাজির আলীর মেয়ে কারিমা বেগম (৭) ও ছেলে আরিফুল ইসলাম (৫)। মৃত শিশুরা সম্পর্কে ফুফু ভাতিজা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, তাদের বাড়ির সংলগ্ন পুকুর রয়েছে। সকালে বাড়ির সবাই নিজেদের গৃ্হস্থলী কাজে ব্যাস্ত থাকায় সকলের অগোচরে দুই শিশু খেলতে খেলতে পানিতে পড়ে ডুবে যায়। দুপুরে তাদের বাবা-মা খুঁজতে বের হয়ে পুকুরে ভাসমান অবস্থায় তাদের মরদেহ দেখতে পান।

একই পরিবারের দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বহরা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আলা উদ্দিন দুইটি শিশুর মৃত্যু নিশ্চিত করেন।

 

আজকের সর্বশেষ সব খবর