শুক্রবার | ৩১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
শিরোনাম

মাধবপুরে বাসের ধাক্কায় সিএনজি ‘র ৫ যাত্রী আহত

প্রকাশিত : নভেম্বর ২৩, ২০২১




শেখ ইমন আহমেদ, মাধবপুর প্রতিনিধি॥ হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের আন্দিউড়া নামক স্থানে হানিফ পরিবহন ও সিএনজি অটোরিকশা সংঘর্ষে ৫ জন গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় সিএনজি চালিত অটোরিকশাটি ধুমড়ে মুছরে যায় ও গাজীপুর রিয়াজনগর এলাকার, অবদার আফরান খান( ২৮), আরিফা খাতুন(২৩), উপজেলার ছাতিয়াইন গ্রামের মোঃ ডালিম মিয়া (২৭), নাসিরনগর উপজেলার চাপরতলা গ্রামের আকলিমা বেগম (৩২) জায়েদা বেগম (৬৫) গুরুত্বর আহত হন।

পরে স্থানীয়রা আহত দের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাদের হবিগঞ্জ সদর হাসপাতাল প্রেরন করেন।

শায়েস্তাগঞ্জ থানার ওসি মাইনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসটিকে জব্দ করা হয়েছে এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আজকের সর্বশেষ সব খবর