চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ১নং গাজিপুর ইউনিয়ন…
সারাদেশ ডেস্ক : মামুনুলের পক্ষে স্ট্যাটাস দিয়ে ‘শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত’ থাকার অভিযোগে ফয়েজ উদ্দিন নামে এক ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে। তিনি সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন। তার বাড়ি জেলার ছাতক উপজেলায়।
সোমবার (৫ এপ্র্রিল) রাতে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ছাত্রলীগ ও একাধিক সূত্রে জানা গেছে, ছাত্রলীগ নেতা ফয়েজ উদ্দিন তার ফেসবুক আইডি থেকে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হকের পক্ষে স্ট্যাটাস দেয়। নিজের আইডি থেকে মামুনুল হকের ফেসবুক লাইভও শেয়ার করে।
এছাড়া মামুনুল হকের পক্ষ নেয়ায় সংগঠনের নেতাকর্মীদের দোষারোপ করেন তিনি। তার সংগঠন বিরোধী কার্যক্রমে সমালোচনা শুরু হলে সোমবার বিষয়টি আমলে নেয় কেন্দ্র। পরে জরুরি সিদ্বান্ত নিয়ে তাকে বহিষ্কার করা হয়।