শনিবার | ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

মির্জা ফখরুলসহ বিএনপির নেতা–কর্মীদের মুক্তির দাবিতে হবিগঞ্জে বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত : ডিসেম্বর ১৩, ২০২২




Spread the love

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের গ্রেপ্তার নেতা–কর্মীদের মুক্তির দাবিতে এবং নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে ‘পুলিশি হামলা ও গুলি করে একজনকে হত্যা’র প্রতিবাদে হবিগঞ্জে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ই ডিসেম্বর) বিকালে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে শহরের মুসলিম কোয়ার্টারের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপি’র সাবেক নির্বাচিত সাংগঠনিক সম্পাদক ও বর্তমান যুগ্ম আহবায়ক এডভোকেট মোঃ এনামুল হক সেলিম সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপি সদস্য এডভোকেট মোঃ আব্দুল হাই, জেলা বিএনপি সদস্য ও পৌর বিএনপি যুগ্ম আহবায়ক সৈয়দ তোফায়েল ইসলাম কামাল, বিএপি নেতা আবুল কালাম আজাদ, পৌর বিএনপি যুগ্ম আহবায়ক ও ওলামাদল সভাপতি ক্বারি কবির হোসেন, সাধারন সম্পাদক কাশেম বিল্লাহ নোমান,জেলা তাঁতীদল সাধারন সম্পাদক শফি কাইয়ুম,পৌর বিএনপি যুগ্ম আহবায়ক মোঃ টেনু মিয়া, জেলা তাঁতীদল সিনিয়র সহ-সভাপতি খোকন শাহী ধনু, জেলা যুবদল যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আরব আলী, জেলা ছাত্রদল সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান, জেলা বিএনপি সদস্য ও ইউনিয়ন চেয়ারম্যান এম এ মন্নান, ইউনিয়ন চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরী, ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ সোহেল, গোপায়া ইউনিয়ন বিএনপি নির্বাচিত সভাপতি হাফিজুর রহমান খান,সিনিয়র সহ-সভাপতি আফজালুর রহমান আব্দাল, সাধারন সম্পাদক মোঃ শাহিনুর রহমান শাহিন, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ নূরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মীর কামরুজ্জামান রুবেল, জেলা তাঁতীদল সাংগঠনিক সম্পাদক একেএম রাজিব, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব শেখ সোহেল, পলিটেকনিক ছাত্রদল আহবায়ক মোঃ ইমন মিয়া, পৌর বিএনপি সদস্য নুরুজ্জামান পলাশ প্রমুখ।

বক্তারা অবিলম্বে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল করির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী সহ সকল নেতা-কর্মীদের মুক্তির দাবি জানান।


Spread the love
আজকের সর্বশেষ সব খবর