শনিবার | ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

যশেরআব্দার মাদক ব্যবসায়ী জোসনাসহ দুইজনকে কারাদন্ড

প্রকাশিত : নভেম্বর ১৪, ২০২২




Spread the love

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের যশেরআব্দা গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী জোসনা বেগম ওরফে কানি জোসনাসহ দুইজনকে ১ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। তবে নিজেকে নির্দোষ দাবি করে বলে, মাদকের কতিপয় অফিসাররা তাকে ফাঁসিয়েছে। কারণ এর আগেও তাকে একবার ধরে আনা হয়।

গতকাল ১৩ নভেম্বর রবিবার হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে তাদেরকে আটক করে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করে। সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট বসিয়ে তাদেরকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও প্রত্যেককে ১০০ টাকা অর্থদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন। দন্ডপ্রাপ্তরা হল, ওই এলাকার হায়দার আলীর স্ত্রী জোসনা বেগম (৫০) ও মৃত রজব আলীর পুত্র নুরুল আমিন (২৮)।

মাদক অফিস সূত্রে জানা যায়, জোসনা তার স্বামী হায়দার আলীকে নিয়ে গরুবাজার, যশেরআব্দাসহ বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে যুবসমাজ ধ্বংস করে দিচ্ছে। এর আগেও তাকে গাঁজাসহ আটক করা হয়। তখন তার স্বামী পালিয়ে যায়।


Spread the love
আজকের সর্বশেষ সব খবর