বুধবার | ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

রাজাপুরে আমির হোসেন আমু’র পিতার ৫৫তম মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশিত : আগস্ট ৩০, ২০২২




বুলবুল আহমেদ, ঝালকাঠি প্রতিনিধি ॥ রাজাপুর উপজেলা ছাত্রলীগের সাংগাঠনিক সম্পাদক গোলাম রব্বানীর আয়োজনে সাবেক খাদ্য ও শিল্পমন্ত্রী, ১৪ দলের মুখপাত্র আলহাজ্ব আমির হোসেন আমু এমপি’র পিতা মরহুম মোয়াজ্জেম হোসেন’র ৫৫তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ আগষ্ট) বাদ আসরের উপজেলার বাইপাস সংলগ্ন সরকারি পুকুর পাড়ে অবস্থিত বাইতুল হামদ জামে মসজিদে মরহুমের আত্নার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

দোয়া ও মোনাজাত অনুষ্টানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন তালুকদার, মজিবুর রহমান মৃধা, যুবলীগ নেতা রাজিব ফরাজি, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি বেল্লাল হোসেন, জাহিদ হোসেন, সাংগাঠনিক সম্পাদক গোলাম রাব্বানী, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক কাইয়ুম সিকদারসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রলীগের নেতৃবৃন্দ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মওলানা মোঃ জাকারিয়া। দোয়া ও মোনাজাত অনুষ্টানে ১৫ ই আগস্টে নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারে নিহত সকল সদস্যদের রুহের মাগফেরাত কামনা করা হয়।

আজকের সর্বশেষ সব খবর