শনিবার | ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

রাজাপুরে তরুণ প্রজন্ম সংঘ এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত : নভেম্বর ৩০, ২০২২




Spread the love

বুলবুল আহমেদ, ঝালকাঠি প্রতিনিধি ॥ সেচ্ছাসেবায় এগিয়ে চলা সামাজিক সংগঠন “তরুণ প্রজন্ম সংঘ” এর উদ্যোগে নিজামিয়ার ছিন্নমূল শীতার্তদের মাঝে ‘শীতবস্ত্র বিতরণ সম্পন্ন হয়।সামাজিক দায়বদ্ধতা থেকেই বরাবরের ন্যায় এবারও শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিতে পেরে আনন্দিত সংগঠনের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা।

অাজ ৩০শে নভেম্বর ২২ইং বুধবার সকালে নিজামিয়া এলাকার ছিন্নমূল শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদ এর সম্মানিত সদস্য মাওলানা কাওছার আলম,মোঃ ফরিদ হোসেন, মোঃ বেলায়েত হোসেন, সংগঠনের সভাপতি, এম আমিনুল ইসলাম অর্থ সম্পাদক মুহাম্মদ মেহেদীহাসান সিয়াম, সহকারী অর্থ সম্পাদক মুহাম্মদ রাহাত, সদস্য, আরিফ বিল্লাহ, হাসান, শরিফুল ইসলাম,মুন্না, রাহাত, ইমরান প্রমূখ।

এসময় তারা বলেন, এমন উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। এমন কার্যক্রম আরো বেশি বেশি আয়োজন করলে এলাকার মানুষ আরো বেশী উপকৃত হবে। এ কার্যক্রমের ধারা অব্যাহত রাখতে সমাজের বিত্তশালীদের সার্বিক সহযোগিতা ও তরুণ প্রজন্ম সংঘ এর সাথে থাকার আহ্বান জানান।


Spread the love
আজকের সর্বশেষ সব খবর