শনিবার | ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

রাজাপুরে প্রধানমন্ত্রী’র জন্মদিন উপলক্ষে ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরন

প্রকাশিত : সেপ্টেম্বর ২৮, ২০২২




Spread the love

বুলবুল আহমেদ, ঝালকাঠি প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর ৭৬ তম জন্মদিন উপলক্ষে ঝালকাঠির রাজাপুরে অসহায়, দুঃস্থ, ছিন্নমূল মানুষ সহ এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২ টার দিকে রাজাপুর প্রেসক্লাব চত্বরে এ খাবার বিতরণ করা হয়।

শেখ রাসেল স্মৃতি সংসদ রাজাপুর উপজেলা শাখার আয়োজনে ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-কমিটির সদস্য ও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড এর পরিচালক এম মনিরুজ্জামান মনিরের নিজস্ব অর্থায়নে খাবার বিতরনের সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান ডেজলিং তালুকদার, প্রচার সম্পাদক জাকির হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহব্বায়ক নাসির উদ্দিন মৃধা, দেবাষীশ ঘরামী দেবু ও সাইফুজ্জামান রুবেল সহ শেখ রাসেল স্মৃতি সংসদের নেতৃবৃন্দ সহ স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও দুপুরে উপজেলার বিভিন্ন এতিমখানায় খাবার পরিবেশন এবং উপজেলা সদরের মসজিদ ও মন্দিরে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় দোয়া করানো হয়।


Spread the love
আজকের সর্বশেষ সব খবর