বৃহস্পতিবার | ৩০শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
শিরোনাম

রাজাপুরে মৌলিক সাক্ষরতা প্রকল্পের শিখন কেন্দ্রের পাঠদান কার্যক্রমের উদ্বোধন

প্রকাশিত : ডিসেম্বর ৮, ২০২১




বুলবুল আহমেদ, ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় মৌলিক সাক্ষরতা প্রকল্পের শিখন কেন্দ্রের পাঠদান শুভ উদ্বোধন হয়েছে।আজ (৮ ডিসেম্বর ২০২১) খ্রিঃ বুধবার বিকালে ৩৩নং আঙ্গারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিখন কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে রাজাপুর উপজেলার নির্বাহী অফিসার জনাব মোঃ মোক্তার হোসেন এর সভাপতিত্বে এবং বাস্তবায়নকারী সংস্থা ভিসিডিএস রাজাপুর শাখার প্রতিনিধি মোঃ মাহমুদুল হাসান মাহমুদ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন জনাব সুবিমল চন্দ্র হালদার, উপ পরিচালক, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, ঝালকাঠি, জনাব মোঃ আঃ গফফার খান নির্বাহী পরিচালক, ভিসিডিএস ও চেয়ারম্যান, ৫নং সুবিদপুর ইউনিয়ন পরিষদ,নলছিটি, জনাব মোঃ আনোয়ার হোসেন, প্রোগ্রাম অফিসার, রাজাপুর, স্থানীয় এনজিও প্রতিনিধি মোঃ মনিরুজ্জামান রেজোয়ান ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

উল্লেখ্য, রাজাপুর উপজেলার ১৮০০০ শিক্ষার্থী, ৩০০ কেন্দ্র, ৬০০ শিক্ষক / শিক্ষিকা ও ২০ সুপারভাইজার নিয়ে প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রনালয়ধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো আওতায় রাজাপুর সহ সারা বাংলাদেশে উদ্বোধন করা হয়।

আজকের সর্বশেষ সব খবর