রেদওয়ানুল হক মিলন, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলা ঢোলারহাট…
বুলবুল আহমেদ, ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ী ইউনিয়নের জনশুমারি ও গৃহগননার গননাকারীদের মাঝে ট্যাব বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৬ই জুন) সকাল ১১ টায় রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে জনশুমারি ও গৃহগননা ২০২২ এর গননাকারিদের মাঝে উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান খান ট্যাব বিতরণ করেন।
জনশুমারি ও গৃহগননা প্রকল্প ২০২২এর পরিচালনা নিমিত্ত রাজাপুর উপজেলার ২নং জোন মঠবাড়ী এর সুপার ভাইজার ও গননাকারিদের ৪ দিন ব্যাপি এ প্রশিক্ষন কর্মশালায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান খান সুপারভাইজার ও গননাকারীদের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে জনশুমারি-২০২২ এর কাজ সঠিকভাবে করার জন্য তাগিদ দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিসংখ্যান অফিসার দেবব্রত মিত্র , রাজাপুর উপজেলার ২নং জোনের জোনাল অফিসার অফিসার গাজী আবুল বাশার সহ ২ নং জোনের সকল সুপার ভাইজার ও গননাকারি বৃন্দ।