শনিবার | ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

রাস্তা দিয়ে যাওয়ার সময় পরিকল্পনামন্ত্রীর মোবাইল ফোন ছিনতাই

প্রকাশিত : জুন ১, ২০২১




Spread the love

জার্নাল ডেস্ক : বাংলাদেশের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মোবাইল ফোন ছিনতাই হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ছিনতাই করা মোবাইলটি ফোনটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

গত ৩০শে মে সন্ধ্যায় মোবাইল ফোনটি ছিনতাই হবার পর কাফরুল থানায় একটি মামলা করা হয়েছে।

রোববার সন্ধ্যায় জ্যামে আটকা থাকা অবস্থায় মন্ত্রীর ফোন ছিনতাই হয় বলে মঙ্গলবার দুপুরে গণমাধ্যমকে নিশ্চিত করেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান।

মোবাইল ফোনটি উদ্ধার করতে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

গত ৩০ মে সন্ধ্যায় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান রাজধানী বিজয় সরণীর রাস্তা দিয়ে যাচ্ছিলেন।

এ বিষয়ে মঙ্গলবার পরিকল্পনা কমিশনে এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমার ফোনটি চুরি হয়েছে। গাড়িতে বসে কথা বলছিলাম, ছিনতাইকারী ফোনটি নিয়ে গেছে। গানম্যান চেষ্টা করে ধরতে পারেনি।’


Spread the love
আজকের সর্বশেষ সব খবর