মঙ্গলবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

রেললাইন পানির নিচে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা

প্রকাশিত : আগস্ট ৭, ২০২৩




জার্নাল সারাদেশ বার্তা ॥ অতিবর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ক্লাস ও পরীক্ষা আগামীকাল মঙ্গলবার (৮ আগস্ট) থেকে বৃহস্পতিবার (১০ আগস্ট) পর্যন্ত ৩ দিন বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার (৭ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ক্লাস পরীক্ষা বন্ধ থাকলেও বিশ্ববিদ্যালয়ের প্রাসাশনিক অফিসসমূহ খোলা থাকবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কেএম নূর আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রবল বর্ষণজনিত কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ব্যবস্থাসহ সার্বিক জনজীবন বিপর্যস্ত হওয়ায় শিক্ষার্থীদের সার্বিক দিক বিবেচনা করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা ৮ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় চবি অফিসসমূহ যথারীতি খোলা থাকবে।

প্রসঙ্গত, চট্টগ্রামে অতি বর্ষণের ফলে চট্টগ্রাম শহর থেকে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন চলাচলের রেললাইনের বিভিন্নস্থান পানিতে ডুবে গেছে। ফলে শাটল ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। এছাড়া ক্যাম্পাসের বিভিন্নস্থানে পাহাড়ধসের ঘটনাও ঘটেছে।

আজকের সর্বশেষ সব খবর