শনিবার | ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

লাখাইয়ে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণ

প্রকাশিত : নভেম্বর ১০, ২০২২




Spread the love

ইউসুফ আহমেদ আলিফ, লাখাই থেকে ॥ লাখাইয়ে ডিজিটাল উদ্ভাবনী মেলা- ২০২২ উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক ইশরাত জাহান। বৃহস্পতিবার (১০ই নভেম্বর) বেলা ১২ ঘটিকার সময় লাখাই উপজেলা প্রশাসনের আয়োজনে মেলার বর্ণাঢ্য উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত জাহান।

পরবর্তীতে তিনি মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর, উদ্যোক্তা, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দসহ নানা ধরণের প্রতিষ্ঠান বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণ করে।

পরে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আফজালুর রহমানের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদ, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লাখাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি)রেহানা মজুমদার মুক্তি, বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, বুল্লা ইউপি চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ ও আব্দুল মতিন মাষ্টার প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

অনুষ্ঠান শেষে মেলায় আগত স্টল গুলোর মধ্যে সেরা ৩ টি স্টল, ৩ টি প্রকল্প কে পুরস্কার ও সনদ দেন অতিথি বৃন্দ।


Spread the love
আজকের সর্বশেষ সব খবর