শনিবার | ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

লাখাইয়ে ধান কাটা নিয়ে সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের

প্রকাশিত : এপ্রিল ১৪, ২০২৩




Spread the love

লাখাই প্রতিনিধি ॥ হবিগঞ্জের লাখাই উপজেলার মকসুদপুর গ্রামে জমির ধান কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আব্দুল জলিল (৬৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। নিহত আব্দুল জলিল একই গ্রামের মৃত আব্দুল করিমের পুত্র।। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তিকরা হয়েছ। শুক্রবার (১৪ এপ্রিল) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

লাখাই থানার পরিদর্শক (তদন্ত) চম্পক ধাম জানান, লাখাই উপজেলার মকশেদপুর গ্রামের ইউপি সদস্য সবুজ মিয়ার সাথে একই গ্রামের সাবেক মেম্বার নওয়াজ আলীর মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। আজ শুক্রবার সকালে সবুজ মিয়ার লোকজন ধান কাটতে গেলে অপর পক্ষ বাধা দেয়। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষবাধলে ঘটনাস্থলেই আব্দুল জলিল মারা যান।

খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এছাড়াও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

চম্পক ধাম জানান, সংঘর্ষে ফিকলবিদ্ধ হয়ে আব্দুল জলিল নিহত হয়েছেন। মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


Spread the love
আজকের সর্বশেষ সব খবর