শনিবার | ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

লাখাইয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

প্রকাশিত : ডিসেম্বর ১৪, ২০২২




Spread the love

ইউসুফ আহমেদ আলিফ, লাখাই ॥ লাখাইয়ে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২২ উদযাপিত হয়েছে। বুধবার (১৪ই ডিসেম্বর) সকালে উপজেলা সভাকক্ষে লাখাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন লাখাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ নুনু মিয়া,লাখাই উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আব্দুল মতিন মাষ্টার, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ শাহাদাত হোসেন, বীর মুক্তিযোদ্ধা ও সাদা মনের মানুষ গাজী শাহাজাহান চিশতি, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ও সাংবাদিক সুমন আহমেদ বিজয় প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাক্তার শামীম আহমেদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা নূর মিয়া, বীর মুক্তিযোদ্ধা আহাদ মিয়া, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ শাহাজাহান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

বক্তারা বলেন পাকিস্তানি বাহিনী নিশ্চিত পরাজয় জেনে তারা ১৪ ডিসেম্বর আমাদের দেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছিল।

আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

উল্লেখ্য, ১৯৭১ সালে এই দিনে মহান বাংলাদেশে ঘৃণ্য হত্যাকাণ্ড ঘটে। এ দিন মুক্তিযুদ্ধে নিশ্চিত পরাজয় জেনে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জাতিকে মেধাশূন্য করার ঘৃণ্য চক্রান্ত করে। তারা তাদের এ দেশীয় দোসরদের নিয়ে শিক্ষক, বিজ্ঞানী, চিন্তক, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, ক্রীড়াবিদ, সরকারি কর্মকর্তাসহ বহু মানুষকে হত্যা করে।


Spread the love
আজকের সর্বশেষ সব খবর