সুমন আহমেদ বিজয়, লাখাই প্রতিনিধি ॥ লাখাইয়ে বর্তমান মহামারী করোনা…
সুমন আহমেদ বিজয় : লাখাইয়ে বর্তমান মহামারী করোনা ভাইরাসের কারণে সৃষ্ট দুর্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল হতে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৬ জুলাই) মোড়াকরি ইউনিয়নের ৫ শত জন হতদরিদ্র লোকের মাঝে নগদ ৫শত টাকা করে বিতরণ করা হয়।
নগদ অর্থ বিতরণ কালে উপস্থিত ছিলেন মোড়াকরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা ফয়সল, ট্যাগ অফিসার মহিউদ্দিন চৌধুরী, মোড়াকরি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী ইসহাক মিয়া ওরপে গোলাপ মাষ্টার, মোড়াকরি ইউনিয়ন পরিষদের সচিব রঞ্জন দাস, ইউপি সদস্য বাহাদুর উদ্দিন,খেলু মিয়া,তুফাজ্জুল হোসেন,খসরু মিয়া,অনুরুদ্র দাস, মহিলা ইউপি সদস্য গীতা রানী দাস, কুমকুম বেগম ও মর্জিনা বেগম।