স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর নাগরিকদের কোভিড-১৯ এর টিকা প্রথম…
স্টাফ রিপোর্টার ॥ শনিবার হবিগঞ্জ পৌরসভার ৩ টি ওয়ার্ডের ৬ শ জনকে কোভিড-১৯ এর প্রথম ডোজ টিকা দেয়া হবে। ১, ৪ ও ৭ নং ওয়ার্ডের প্রতি ওয়ার্ড থেকে ২ শ জন নারী-পূরুষকে ওই টিকা দেয়া হবে।
৭ আগষ্ট শনিবার পৌরসভার ১ নং ওয়ার্ডের টিকা গ্রহীতারা পিটিআইয়ের সামনে প্রবাসী কল্যাণ ভবনে, ৪ নং ওয়ার্ডের টিকা গ্রহীতারা আরডিহলে এবং ৭ নং ওয়ার্ডের টিকা গ্রহীতারা টাউন মডেল বালক সরকারী প্রাথমিক বিদ্যালয়ে টিকা গ্রহন করার জন্য পৌরসভার পক্ষ হতে জানানো হয়েছে।
সকাল ৯ টা হতে বিকাল ৩ টা পর্যন্ত এ টিকাদান কার্যক্রম চলবে।
টিকা গ্রহীতাদের নিজ নিজ জাতীয় পরিচয়পত্র ও মোবাইল সাথে নিয়ে আসার জন্যও বলা হয়েছে। পৌরসভা সূত্র জানিয়েছে, টিকা গ্রহীতাগন ‘সুরক্ষা’ এ্যাপ হতে রেজিষ্ট্র্যাশন করেও আসতে পারেন। অন্যান্য ওয়ার্ডের টিকা কার্যক্রম ১৪ আগষ্ট হতে পর্যায়ক্রমে পরিচালিত হবে।
উল্লেখ্য, এ কার্যক্রমের আওয়তায় কোভিড-১৯ এর জন্য ‘সিনোফার্ম’-এর টিকা দেয়া হবে।