শনিবার | ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

শহরের উত্তর শ্যামলীতে বদ্ধ ঘরে মিলল যুবকের লাশ

প্রকাশিত : এপ্রিল ২৭, ২০২৩




Spread the love

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের উত্তর শ্যামলী এলাকার একটি বাসা থেকে রিগান আহমেদ সোহাগ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সে নবীগঞ্জ পৌর এলাকার ছালামতপুর গ্রামের মৃত সফিক মিয়ার ছেলে।

হবিগঞ্জ থানার ওসি গোলাম মর্তুজা জানান, নবীগঞ্জ উপজেলার বাসিন্দা সোহাগ হবিগঞ্জ শহরের একটি ব্যবসা প্রতিষ্ঠানে সেলসম্যান ছিলেন। শ্যামলী আবাসিক এলাকায় একটি ভাড়া বাসায় মাকে নিয়ে বসবাস করতেন। গত ২৫ এপ্রিল রাতে তার কক্ষের দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়েন। এরপর থেকে তিনি কক্ষ থেকে বের হননি।

তিনি জানান, আজ বৃহস্পতিবার ওই কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ কক্ষের দরজা ভেঙে প্রবেশ করে তার মরদেহ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।


Spread the love
আজকের সর্বশেষ সব খবর