মঙ্গলবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

শহরের রাস্তায় মাটি রাখার দায়ে একজনকে ভ্রাম্যমান আদালতের ১০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত : মার্চ ১১, ২০২১




জার্নাল প্রতিবেদক : রাস্তায় নির্মাণকাজের মাটি ফেলে রাখায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে একজন পৌরনাগরিককে। বুধবার দিবাগত রাতে ব্যাকরোডের রাজনগর এলাকায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্র্যাটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত এ জরিমানা করেন।

জানা যায়, রাজনগর এলাকার জনৈক শাহ মহিউদ্দিন তার নির্মাণাধীণ ভবনের ভিটমাটি রাস্তায় ফেলে রাখেন। ফলে ব্যাকরোডের বেশ অংশজুড়ে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি হলে জনগনের চলাচলে দুর্ভোগসহ যানজটের সৃষ্টি হয়।

এই অবস্থায় ভ্রাম্যমান আদালত রাতে তাৎক্ষনিক অভিযান চালিয়ে ওই ভবনের মাকিকে রাস্তায় মাটি ফেলে রেখে জনদুর্ভোগ সৃষ্টি করার জন্য ১০ হাজার টাকা জরিমানা করেন।

সাথে সাথে ওই মাটি পরদিন সকালের মধ্যে অপসারণ করার নির্দেশ দেয়া হয়।

 

আজকের সর্বশেষ সব খবর