মোঃ জমির আলী, শায়েস্তাগঞ্জ : শায়েস্তাগঞ্জে চোরাই গরুসহ তিন গরু…
মোঃ জমির আলী, শায়েস্তাগঞ্জ ॥ শায়েস্তাগঞ্জে চেরাগ আলী নামে এক কৃষকের সম্বল দুইটি গরু রাতের আঁধারে চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বুধবার (১৮ আগস্ট) দুপুরে কৃষকের ছেলে শাকিল আমহেদ বাদি হয়ে শায়েস্তাগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে শায়েস্তাগঞ্জ পৌরসভার দক্ষিন লেঞ্জাপাড়া গ্রামের কৃষক চেরাগ আলীর গোয়াল ঘর থেকে অজ্ঞাত চোরেরা ১ টি ষাড় এবং একটি গাভী চুরি করে নিয়ে যায়।
এবিষয়ে অভিযোগকারী শাকিল আহমেদ জানান, আমি রাত ১২ টায় গোয়াল ঘরের দরজায় তালা দিয়ে নিজ ঘরে এসে শুয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে দেখি গোয়াল ঘরের দরজা ভাঙা, ঘরে গরু দুইটি নাই। পরবর্তীতে এলাকার বিভিন্ন জায়গায় খুঁজেও পাইনি। তিনি আরও বলেন, গরু দুইটির আনুমানিক মূল্য ৮৫ হাজার টাকা। আমাদের সব শেষ।
একই বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেব জানান, আমরা অভিযোগ পেয়ে ইতোমধ্যে ২ জন অফিসার নিয়োগ করেছি। তারা তদন্ত করছেন।