বৃহস্পতিবার | ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

শিল্পকলায় উচ্চাঙ্গ নৃত্য বিভাগে নাচ না শিখানোর অভিযোগ

প্রকাশিত : আগস্ট ৭, ২০২৩




স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শিল্পকলা একাডেমীর প্রশিক্ষণ কেন্দ্রের নৃত্যকলায় উচ্চাঙ্গ নৃত্য বিভাগে প্রশিক্ষক কোন নাচ শিখান না বলে অভিযোগ করেছেন প্রশিক্ষনার্থী ও তাদের অভিভাবকরা। পাশাপাশি ওই প্রশিক্ষক নিয়োগে অনিয়ম ও প্রতিযোগীতার বিচারকার্যে স্বজনপ্রীতি এবং অনিয়মের অভিযোগও এনেছেন তারা।

গত ১৩ জুন হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা কালচারাল অফিসার বরাবর জেলা শিল্পকলা একাডেমীর নৃত্যবিভাগের প্রশিক্ষক প্রবীর শীলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন অভিভাবক অ্যাডভোকেট শায়লা পারভীন। এদিকে এক মাসের বেশি সময় অতিবাহিত হলেও এখন পর্যন্ত ওই প্রশিক্ষকের বিরুদ্ধে তোলা অভিযোগের কোন তদন্ত কার্যক্রম শুরু হয়নি।

হবিগঞ্জ শিল্পকলা একাডেমীর প্রশিক্ষণ কেন্দ্রের নৃত্যকলা বিভাগের এক প্রশিক্ষনার্থীর বাবা সাইফুদ্দিন বলেন, আমার মেয়ে চার বছর সৃজনশীল ও উচ্চাঙ্গ নৃত্য বিভাগে প্রশিক্ষণ নিয়েছে এই প্রশিক্ষণ কেন্দ্র থেকে। কিন্তু তাকে উচ্চাঙ্গ বিভাগে কোন নাচ বা নৃত্যের মূদ্রা শিখানো হয়নি। এই বিভাগে প্রশিক্ষক হিসাবে দায়িত্বে ছিলেন প্রবীর শীল।

নাম প্রকাশ না করার শর্তে হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর কয়েকজন শিক্ষার্থী ও অভিভাবক জানান, প্রবীর শীল তাদের উচ্চাঙ্গ ও শাস্ত্রীয় নৃত্যের মূদ্রা একদম শিখানননি। তারা বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহনের জন্য ইউটিউব বা টিভি দেখে উচ্চাঙ্গ নৃত্য শিখেন। এছাড়া প্রশিক্ষক মাঝে মাঝে ভুলভাবে নৃত্য শিখিয়েছেন। যার জন্য সিলেটে ও ঢাকায় অনুষ্ঠিত বিভাগীয় ও জাতীয় পর্যায়ে নৃত্য পরিবেশনে লজ্জা পেতে হয়েছে তাদের।

অভিযোগ সূত্রে জানা যায়, অনিয়ম ও স্বজনপ্রীতির মাধ্যমে দীর্ঘদিন ধরে গুটিকয়েক প্রতিযোগী তথা নৃত্যশিল্পীদের সুবিধা দিয়ে আসছিলেন বিভিন্ন সময়ে বিচারকার্যদের দায়িত্বে থাকা এই প্রশিক্ষক। গত ৯ জুন একটি প্রতিযোগীতায় নৃত্য পরিবেশনের সময় এক প্রতিযোগীর অলংকার খুলে পড়ে গেলেও নিয়মবহির্ভূতভাবে তাকে বিজয়ী ঘোষণা করেন প্রবীর শীল।

খোঁজ নিয়ে জানা যায়, হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর প্রশিক্ষণ কেন্দ্রের নৃত্যকলা বিভাগে প্রশিক্ষক হিসেবে কর্মরত আছেন প্রবীর শীল। তবে উচ্চাঙ্গ নৃত্য নিয়ে কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও তাকে ওই পদে নিয়োগ দেয়া হয়েছে।

এ বিষয়ে প্রশিক্ষক প্রবীর শীলের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘আমি কোথা থেকে নৃত্য শিখেছি এটা কি আমি লিফলেট লাগিয়ে চলবো নাকি? আমি বিভিন্ন গুরুর কাছে ও প্রতিষ্ঠানের কাছে নৃত্য শিখেছি’। বার বার প্রতিষ্ঠানের নাম জানতে চাইলে কোন সঠিক উত্তর দিতে পারেননি, কথার একপর্যায়ে উনি বলেন, নৃত্যশৈলী থেকে উচ্চাঙ্গ নৃত্যের প্রশিক্ষণ নিয়েছেন তিনি।

খোঁজ নিয়ে জানা যায়, সিলেটের একটি নৃত্য সংগঠনের নাম নৃত্যশৈলী। নৃত্যশৈলীর প্রশিক্ষক ও অফিস ইনচার্জ এর সাথে কথা বলে জানা যায় প্রবীর শীল নামের কেউ সেখানে প্রশিক্ষন নেননি এমন কি তাকে প্রতিষ্ঠানের অফিসে আসতেও কেউ দেখেননি।

এ অভিযোগের বিষয়ে জেলা কালচারাল অফিসার (ভারপ্রাপ্ত) নাভিদ সারওয়ারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

 

আজকের সর্বশেষ সব খবর