বুধবার | ২০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

সম্রাট হাসপাতাল ছাড়লেন, ধানমন্ডি গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

প্রকাশিত : আগস্ট ২৬, ২০২২




জার্নাল ডেস্ক ॥ জামিনে কারামুক্ত হয়ে হাসপাতাল ছেড়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। হাসপাতাল থেকে বের হয়ে তিনি ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় তার সঙ্গে অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শুক্রবার (২৬ আগস্ট) দুপুরে হাসপাতাল ছাড়েন সম্রাট। বিকেলে তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

গত ২৩ আগস্ট ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন আবেদন মঞ্জুর করেন আদালত। এরপর অসুস্থতা জনিত কারণে আরও দুদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

আজকের সর্বশেষ সব খবর