জার্নাল প্রতিবেদক ॥ মেহেরপুরের পুলিশ সুপার এসএম মুরাদ আলীকে হবিগঞ্জের…
বানিয়াচং প্রতিনিধি ॥ হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ চন্দ্র দে বলেছেন, সংবাদপত্র হচ্ছে রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ। সমাজ কিভাবে চলছে তা সংবাদপত্রের মাধ্যমে তা প্রকাশ পায়। এ ক্ষেত্রে বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাংবাদিকদের বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে এতদ অঞ্চলের প্রকৃত চিত্র ফুটে উঠবে বলে প্রত্যাশা করি।
রোববার দুপুর সাড়ে ১২টায় বানিয়াচং মডেল প্রেসক্লাব পদির্শনকালে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি এসব কথা বলেন। পরে মডেল প্রেসক্লাবের পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। এর প্রাক্কালে সরকারি নির্দেশিকা বাস্তবায়নে উপজেলা সদরের বড় বাজার, গ্যানিংগঞ্জ বাজার ও আদর্শ বাজার পরিদর্শন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন, ওসি (তদন্ত) প্রজিত কুমার দাস, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক খোয়াই’র সিনিয়র স্টাফ রিপোর্টার শিব্বির আহমদ আরজু, কোষাধ্যক্ষ আব্দাল মিয়া, দপ্তর সম্পাদক তানজিল হাসান সাগর, নির্বাহী সদস্য রায়হান উদ্দিন সুমন ও ইমতিয়াজ আহমেদ লিলু, থানার সেকেন্ড অফিসার হাবিবুর রহমান ও এস আই কৃষ্ণ প্রমুখ।