বৃহস্পতিবার | ২১শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

সাভারে সিঙ্গারের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

প্রকাশিত : আগস্ট ৫, ২০২১




জার্নাল ডেস্ক ॥ ঢাকার সাভারে সিঙ্গার বাংলাদেশের গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।

বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে রাজফুলবাড়িয়া এলাকায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, সকালে সিঙ্গার বাংলাদেশের গোডাউনে আগুনেন খবরে তাদের দুটি ইউনিট এখানে পৌছায়। এছাড়া সাভার ফায়ার সার্ভিসের ৩টি ও চামড়া শিল্প নগরীসহ মোট ৮টি ইউনিট কাজ করছে। আগুনের ভয়াবহতা বেশী। তবে বাইরে থেকে ধোয়ার কু্ন্ডলী দেখা যাচ্ছে। গোডাউনটিতে সিঙ্গারের ফ্রিজ, এসি ও টিভিসহ বিভিন্ন ইলেকট্রনিকস পণ্য রয়েছে বলে জানতে পেরেছি।

আজকের সর্বশেষ সব খবর