বৃহস্পতিবার | ৩০শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
শিরোনাম

সাম্প্রদায়িক স¤প্রীতি হবিগঞ্জবাসীর দীর্ঘ ঐতিহ্য- এমপি আবু জাহির

প্রকাশিত : অক্টোবর ৬, ২০২২




স্টাফ রিপোর্টার ॥ কোনো ব্যক্তি বা গোষ্ঠী তাদের হীন স্বার্থে ধর্মকে ব্যবহার করে যেন জনগণকে বিভ্রান্ত করতে না পারে সেজন্য সকলকে সজাগ থাকার আহŸান জানিয়েছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। গতকাল রাতে সার্বজনীন দুর্গাপূজার শেষদিনে হবিগঞ্জ শহরের চৌধুরীবাজার এলাকায় প্রতীমা বিসর্জন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এমপি আবু জাহির বলেন, সা¤প্রদায়িক স¤প্রীতি হবিগঞ্জবাসীর দীর্ঘদিনের ঐতিহ্য। এখানে মেজরিটি বা মাইনরিটির কোনো স্থান নেই। সামগ্রিক অগ্রযাত্রায় সম্মিলিতভাবে সা¤প্রদায়িক ঐতিহ্যকে এগিয়ে নিতে সকলকে এক যোগে কাজ করার তাগিদ দেন এমপি আবু জাহির।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান, পুলিশ সুপার এসএম মুরাদ আলি, হবিগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট নলীনি কান্ত রায় নিরু, সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায় প্রমুখ।

আজকের সর্বশেষ সব খবর