মঙ্গলবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

সিলেটে রেকর্ড মৃত্যু

প্রকাশিত : আগস্ট ১১, ২০২১




সিলেট প্রতিনিধি ॥ সিলেটে করোনায় একদিনে রেকর্ড ২২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে শনাক্তের সংখ্যা ৪৭ হাজার ছাড়িয়েছে। বুধবার (১১ আগস্ট) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় এ তথ্য জানান।

স্বাস্থ্য অধিদফতর জানায়, মঙ্গলবার (১০ আগস্ট) সকাল ৮টা থেকে বুধবার (১১ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত সময়ে সিলেটে করোনা আক্রান্ত ২২ রোগী মারা গেছেন। এরমধ্যে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে আট জনসহ সিলেট জেলাতেই মারা গেছেন ১৯ জন। হবিগঞ্জে দুই ও মৌলভীবাজারে আরও একজনের মৃত্যু হয়েছে।

এর আগে গত ৪ আগস্ট করোনায় ২০ জনের মৃত্যুর তথ্য জানানো হয়েছিল।

সবমিলিয়ে সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা এখন ৮৪৪ জনে দাঁড়িয়েছে। ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫৭ জনসহ সিলেট জেলাতে মারা গেছেন ৬৭৭ জন। সুনামগঞ্জে ৫৯, মৌলভীবাজারের ৬৬ ও হবিগঞ্জে ৪২ জন মারা গেছেন।

এদিকে একদিনে এক হাজার ৯১৭ জনের নমুনা পরীক্ষায় ৫৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৯.০৬ ভাগ। শনাক্তদের মধ্যে সিলেট জেলায় ৩১৯ জন, সুনামগঞ্জে ৬৩, মৌলভীবাজারে ১১৪ ও হবিগঞ্জের ৬১ জন রয়েছেন। মোট ৪৭ হাজার ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে ওসমানী হাসপাতালে তিন হাজার ৯১১ জনসহ সিলেট জেলায় ২৯ হাজার ১২২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে সুনামগঞ্জের পাঁচ হাজার ৪৭৫ জন, মৌলভীবাজারে ছয় হাজার ৭৩০ জন ও হবিগঞ্জের পাঁচ হাজার ৬৮৪ জন রয়েছেন।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় আরও জানান, সর্বশেষ ২৪ ঘণ্টায় বিভাগে ৭১৫ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। বর্তমানে ৪৬৯ জন করোনা রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজকের সর্বশেষ সব খবর