শনিবার | ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

সেনাবাহিনীতে আধুনিক প্রশিক্ষণের বিকল্প কিছুই নেই: সেনাপ্রধান

প্রকাশিত : নভেম্বর ৭, ২০২২




Spread the love

জার্নাল ডেস্ক ॥ সেনাবাহিনীতে আধুনিক প্রশিক্ষণের বিকল্প কিছুই নেই বলে মন্তব্য করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

সোমবার (০৭ নভেম্বর) দুপুরে সাভার সেনানিবাসে সেনাবাহিনী পর্যায়ে প্রশিক্ষণ সহায়ক সামগ্রী প্রদর্শনী প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ সেনাবাহিনীকে এই দেশে জাতীর গর্বের জায়গায় আমরা দেখতে চাই। সেটা দেখতে হলে যা যা করনীয় তার মধ্যে সবচেয়ে অন্যতম কাজ হলো প্রশিক্ষণে সঠিকভাবে মনোনিবেশ করা। এ ক্ষেত্রে প্রশিক্ষণ সহায়ক সমস্ত কিছু যুপোযোগী সুন্দর হতে হবে, সে লক্ষে আমরা এগিয়ে যাচ্ছি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেনারেল অফিসার কমান্ডিং আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড লেফটেন্যান্ট জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরী, ৯ম পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।


Spread the love
আজকের সর্বশেষ সব খবর