শনিবার | ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

স্ত্রী-পুত্রের মরদেহ ঘরে, গাছে ঝুলন্ত স্বামীর লাশ

প্রকাশিত : মার্চ ২৩, ২০২৩




Spread the love

চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাটে সন্তানসহ এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরের দিকে উপজেলার আহমদাবাদ ইউনিয়নের গাদিশ্যাম গ্রাম থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

চুনারুঘাট থানার ওসি রাশেদুল হক জানান, বৃহস্পতিবার বিকালে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের গাদিশ্যাম গ্রামে নিজ বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এরা হলেন ওই গ্রামের আব্দুল হকের ছেলে সুর্যালোক হক, তার স্ত্রী জেসমিন আক্তার এবং তাদের ছেলে ইয়াছিন। ওসি রাশেদুল হক জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ তাদের মরদেহ উদ্ধার করেছে। এর মধ্যে স্ত্রী ও সন্তানের মরদেহ ছিল ঘরে এবং স্বামীর মরদেহ বাড়ির পাশে গাছে ঝুলছিল। “স্ত্রী-সন্তানকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে,” বলেন ওসি।

স্থানীয়দের বরাত দিয়ে এই পুলিশ কর্মকর্তা জানান, ইয়াছিন মিয়া প্রতিবন্ধী। আর সজ্জুল মিয়া একজন হতদরিদ্র লোক। তিনি সংসার চালাতে পারছিলেন না। এজন্য স্ত্রী ও ছেলে ইয়াছিনকে মারার পর হয়তো সজ্জুল হক আত্মহত্যা করেছেন।

লাশ তিনটি সুরতহালের পর ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়।


Spread the love
আজকের সর্বশেষ সব খবর