শুক্রবার | ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

স্বাস্থ্যসম্মত রেষ্টুরেন্ট হিসেবে ‘মুঘল রেষ্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার’ এর স্মীকৃতি অর্জন

প্রকাশিত : জুন ২১, ২০২৩




স্টাফ রিপোর্টার ॥ স্বাস্থ্যসম্মত রেষ্টুরেন্ট হিসেবে হবিগঞ্জ শহরের বদিউজ্জামান খান সড়কের ‘মুঘল রেষ্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার’ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের স্মীকৃতি অর্জন করেছে। বুধবার খাদ্য মন্ত্রনালয়ের আওতায় ওই স্মীকৃতি সনদ ‘মুঘল রেস্টুরেন্ট’ এর পরিচালক তারেক আহমেদের হাতে তুলে দেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠনিকভাবে এ সনদ হস্তান্তরের সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরীসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

মুঘল রেষ্টুরেন্ট-এর পরিচালক তারেক আহমেদ বলেন, ‘উদ্বোধনের পর হতেই আমরা স্বাস্থ্য সম্মত খাবার পরিবেশনে সর্বোচ্চ গুরুত্বারোপ করি। স্বাস্থ্য সম্মত পরিবেশ ও খাবারের গুনগত মান বজার রাখার কারনে আমরা কাষ্টমারগনের কাছ থেকে আমরা সব সময়ই সাধুবাদ পেয়ে আসছি। সর্বোপরি সরকারী প্রতিষ্ঠান বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের স্মীকৃতি অর্জন করা আমাদের জন্য এক বড় প্রাপ্তি। ‘এ’ ক্যাটাগরির স্মীকৃতি পাওয়া আমাদের পরিশ্রম ও সচেতনার ফল। আমি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

আজকের সর্বশেষ সব খবর