শনিবার | ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

হজের আগে ৪ জুনের পর ওমরা নয়

প্রকাশিত : মে ২৫, ২০২৩




Spread the love

অনলাইন ডেস্ক ॥ মুসলিম বিশ্বের ধর্মপ্রাণ মুসল্লিরা পবিত্র হজ পালন করবেন আগামী মাসের শেষের দিকে। তারই প্রস্তুতি চলছে সৌদি প্রশাসনে। এর অংশ হিসেবে ৪ জুনের পর নতুন করে ওমরা পালনের সুযোগ পাচ্ছেন না মুসল্লিরা। সৌদির হজ এবং ওমরা মন্ত্রণালয় এক ঘোষণায় জানিয়েছে, হজের আগে নতুন করে আবেদনের সুযোগ পাবেন না কেউ। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে গাল্ফ নিউজ।

হজকে সামনে রেখে ইতোমধ্যে বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে সৌদি আরবের মক্কায় পাড়ি জমাচ্ছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। হজযাত্রীদের স্বাগত জানাতে প্রতি বছরের মতো এবার ব্যাপক প্রস্তুতি নিয়েছে সৌদি সরকার। এ অবস্থায় সৌদির মন্ত্রণালয় জানিয়েছে, হজের আগে নতুন করে ওমরার অনুমতি দেওয়া হচ্ছে না।

যাদের কাছে ওমরার অনুমতি আছে তাদের ২০ জ্বিলকদ অর্থাৎ আগামী ১৮ জুনের মধ্যে মক্কা নগরী ত্যাগ করতে হবে। এর আগে সৌদির জননিরাপত্তা বিভাগের সাধারণ অধিদফতর জানিয়েছিল, যাদের কাছে হজ মৌসুমের কাগজপত্র থাকবে না তাদের মক্কায় প্রবেশের অনুমতি দেবে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নিষেধাজ্ঞা ১৪৪৪ হিজরি সনের ২৫ শাওয়াল থেকে কার্যকর হয়েছে।


Spread the love
আজকের সর্বশেষ সব খবর