বৃহস্পতিবার | ৮ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

“হবিগঞ্জের নদী দখল, শিল্পবর্জ্য দূষণ ও পরিবেশ সংকট রোধ” বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত : অক্টোবর ৩১, ২০২১




Spread the love

জার্নাল প্রতিবেদক ॥ হবিগঞ্জের নদী দখল, শিল্পবর্জ্য দূষণ ও পরিবেশ সংকট রোধ” বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১ অক্টোবর) বেলা ১১ টায় হবিগঞ্জ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা) হবিগঞ্জ শাখার সভাপতি অধ্যাপক মো: ইকরামুল ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক জনাব ইশরাত জাহান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মিন্টু চৌধুরী।

সভায় বক্তব্য রাখেন, বাপা হবিগঞ্জের সহ-সভাপতি তাহমিনা বেগম গিনি, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও সাবেক জনপ্রতিনিধি মোহাম্মদ আলী মমিন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাপা হবিগঞ্জের কোষাধ্যক্ষ শোয়েব চৌধুরী, সাবেক জনপ্রতিনিধি ও বাপা নির্বাহী সদস্য মোঃ হাবিবুর রহমান, রোটারিয়ান তবারক আলী লস্কর,বাপা যুগ্ম সম্পাদক হারুন সিদ্দিকী, সদস্য এডভোকেট বিজন বিহারী দাস, আব্দুল কাইয়ুম, মাহমুদ ইকবাল সুমন, ডা: আলী আহসান চৌধুরী পিন্টু, অ্যাডভোকেট শায়লা খান, আমিনুল ইসলাম, সাইফুল ইসলাম, আবিদুর রহমান, হৃদয় আহমেদ, মুসলিম উদ্দিন চৌধুরী, শামীম আহমেদ প্রমুখ।

জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, হবিগঞ্জের ময়লাগুলো যত্রতত্র ফেলা হয়। আমরা ডাম্পিং স্টেশন এর জন্য একটি জায়গা ঠিক করেছি। পুরাতন খোয়াই সংস্কার নিয়ে মন্ত্রণালয়ে লিখেছি। আশাকরি বরাদ্দ আসবে। তিনি আরো বলেন সুতাং নদীর দূষণরোধ নিয়েও আমরা যথাসাধ্য কাজ চালিয়ে যাচ্ছি।

তোফাজ্জল সোহেল- জেলার নদ-নদী, পাহাড়, টিলা, হাওর, পুকুর, জলাশয়, শিল্পদুষন ইত্যাদির চিত্র তুলে ধরেন। তিনি বলেন, আমাদের নদীগুলো সুস্থ নেই। প্রকৃত অর্থে নদী, পুকুর, জলাশয়গুলো বিলীন হয়ে যাচ্ছে। খোয়াই, পুরাতন খোয়াই, সুতাং, সোনাই নদীর উপর চলছে বিভিন্ন ধরনের অত্যাচার। একদিকে চলছে নদীর বুক থেকে অপরিকল্পিত বালু উত্তোলন, দখল, অন্যদিকে শিল্পের নামে কলকারখানার বর্জ্য ফেলে দূষিত করা হচ্ছে নদীকে। এই অনাকাঙ্ক্ষিত অন্যায় কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা আশঙ্কা করছি, এভাবে চলতে থাকলে হবিগঞ্জে শুধু পরিবেশ বিপর্যয়ই নয়, ভয়াবহ মানবিক বিপর্যয়ও নেমে আসবে। তাই নদী, পুকুর, জলাশয় এর সুস্থ স্বাভাবিক ও প্রাকৃতিক পরিবেশ ফিরিয়ে আনার বিকল্প নেই।

সভায় মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করেন বাপা হবিগঞ্জের সাধারণ সম্পাদক ও খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল।


Spread the love
আজকের সর্বশেষ সব খবর