শনিবার | ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

হবিগঞ্জের প্রবীণ মুরুব্বী আতাউর রহমানের ইন্তেকাল

প্রকাশিত : নভেম্বর ২৫, ২০২২




Spread the love

প্রেস বিজ্ঞপ্তি ॥ যুক্তরাজ্য প্রবাসী হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সদস্য এডভোকেট চৌধুরী ফয়জুর রহমান মোস্তাকের পিতা এবং হবিগঞ্জের প্রবীণ মুরুব্বি ও বহুলা ২৮ পঞ্চায়েত প্রধান চৌধুরী আতাউর রহমান বাচ্চু মিয়া (৯২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার সকাল পৌনে ১২টায় হবিগঞ্জ শহরের মডার্ণ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

শুক্রবার রাত ৮টায় হবিগঞ্জ সদর উপজেলার বহুলা গ্রামে তার বাড়ীতে জানাযার নামাজ অনুষ্ঠিত হওয়ার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি ১ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। আতাউর রহমান বাচ্চু মিয়া ছিলেন একজন ন্যায় বিচারক ও অবসরপ্রাপ্ত সরকারী চাকুরীজীবী। তিনি দরিদ্র লোকজনকে বিনামূল্যে হোমিওপ্যাথিক চিকিৎসা করতেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মো. আবু জাহির এমপি ও সাধারন সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী।


Spread the love
আজকের সর্বশেষ সব খবর