শনিবার | ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার

প্রকাশিত : মার্চ ২০, ২০২৩




Spread the love

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে অর্নির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। রোববার (১৯ মার্চ) রাত ৮টায় জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সজীব আলী ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।

রোববার রাতে জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে তার সম্মেলনকক্ষে এক জরুরি সভায় ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেন শ্রমিক নেতারা।

এর আগে, শনিবার (১৮ মার্চ) হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল প্রাঙ্গণে অ্যাম্বুলেন্স পার্কিংসহ ৯ দাবিতে হবিগঞ্জে অনির্দিষ্টকালের শ্রমিক কর্মবিরতি ধর্মঘট ডাক দেয়া হয়। রোববার (১৯ মার্চ) ভোর থেকে এই কর্মবিরতি শুরু হয়। তবে প্রশাসনের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করায় সোমবার থেকে কাজে ফিরছেন পরিবহন শ্রমিকরা।

বৈঠকে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা পাল, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, হবিগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আমিনুল ইসলাম সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শামসুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন মুখলিছুর রহমান, বিআরটিএ হবিগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মু. হাবিবুর, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রদীপ দাস সাগর, হবিগঞ্জ মোটর মালিক সমিতির সভাপতি মো. ফজলুর রহমান চৌধুরী এবং অ্যাম্বুলেন্স মালিক সমিতির সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান ময়না প্রমুখ।

 


Spread the love
আজকের সর্বশেষ সব খবর