জার্নাল ডেস্ক ॥ করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আগামী ১৯ জুন থেকে…
জার্নাল প্রতিবেদক ॥ আজ শুক্রবার (১৮ জুন) বিকাল ৫টায় হবিগঞ্জে এসেছে করোনা ভাইরাসের ৮ হাজার ৪০০ ভায়াল অর্থাৎ ৮৪ হাজার ডোজ ভ্যাকসিন।
১৯ দিন বন্ধ থাকার পর আগামীকাল ১৯ জুন জেলাজুড়ে শুরু হবে ভ্যাকসিন প্রয়োগের কার্যক্রম।
বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জ্বল। তিনি জানান, চীনের সিনোফার্মের ৮৪ হাজার ভ্যাকসিন হবিগঞ্জে এসেছে। আগের নিয়ম ও ভেন্যুতেই টিকা দেওয়ার কার্যক্রম চলবে আগামীকাল থেকে।
হবিগঞ্জ জেলা স্বাস্থ্যবিভাগে মজুদ থাকা ৯৭ হাজার ৫৪৫ ডোজ ভ্যাকসিন গত ৩০ মে শেষ হয়ে যায়। এই মজুদ থেকে প্রথম ডোজ দেওয়া হয়েছিল ৫৭ হাজার ৬৬৮ জনকে। কিন্তু প্রথম ডোজপ্রাপ্তদের মধ্যে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩৯ হাজার ৮৭৭ জন। বাকি ১৭ হাজার ৭৫১ জন এখনও দ্বিতীয় ডোজের অপেক্ষায়।