মঙ্গলবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

হবিগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য হেলাল মিয়া গ্রেফতার

প্রকাশিত : জুলাই ২৯, ২০২২




স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য হেলাল মিয়া (৩৫) কে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। শুক্রবার ( ২৯শে জুলাই) ভোর রাতে সদর থানার এসআই সজিব আহমেদের নেতৃত্বে একদল পুলিশ সদর উপজেলার যমুনাবাদ এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। সে ওই গ্রামের ছুরত আলীর পুত্র।

হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) গোলাম মর্তুজা জানান, হেলাল মিয়ার বিরুদ্ধে ডাকাতি ছিনতাইয়ের এক ডজনেরও অধিক মামলা রয়েছে। এতদিন সে আত্মগোপনে ছিল। সম্প্রতি বাড়িতে আসলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হবে।

আজকের সর্বশেষ সব খবর