শনিবার | ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

হবিগঞ্জে ঘুমের মধ্যে আগুনে পুড়ে পুলিশ সদস্যের মৃত্যু

প্রকাশিত : ডিসেম্বর ৬, ২০২২




Spread the love

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে রুবেল আহমদ মন্টি (৩২) নামে ট্রাফিক পুলিশের এক কনস্টেবলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৬ ডিসেম্বর) ভোরে শহরের ২ নম্বর পুল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্য রুবেল আহমদ মন্টি হবিগঞ্জ ট্রাফিক পুলিশে কনস্টবল পদে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি সিলেটের জৈন্তাপুরের আসামপাড়া এলাকায়।

হবিগঞ্জ সদর থানার ওসি মো. গোলাম মর্তুজা জানান, ২ নম্বর পুল এলাকায় একটি টিনশেড ঘর ভাড়া নিয়ে ৫ জন পুলিশ সদস্য থাকতেন। গতকাল একজন ছুটিতে বাড়ি চলে যান। রাতে সেখানে চারজন পুলিশ সদস্য ঘুমে ছিলেন। আজ ভোররাতে তাদের বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘুমের মধ্যে আগুনে রুবেল মিয়া পুড়ে মারা যান। বাকি তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ওসি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে।


Spread the love
আজকের সর্বশেষ সব খবর