শনিবার | ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

হবিগঞ্জে জিএসসি’র দ্বিবার্ষিক সভা অনুষ্ঠিত

প্রকাশিত : মে ১৬, ২০২৩




Spread the love

স্টাফ রিপোর্টার ॥ গ্রেটার সিলেট কাউন্সিল ইন ইউ কে হবিগঞ্জ শাখার দ্বিবার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ই মে)প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সভায় কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার খছরু খান প্রধান বক্তা ছিলেন। এতে সভাপতিত্বে করেন শহীদ উদ্দিন চৌধুরী।

সভায় প্রধান অতিথি হিসেবে হবিগঞ্জ ৩ আসনের সাংসদ এডভোকেট মো. আবু জাহির ও বিশেষ অতিথি হিসেবে হবিগঞ্জ পৌর সভার মেয়র আতাউর রহমান সেলিম আমন্ত্রিত হলেও বৈরী আবহাওয়ার জন্য উপস্থিত হতে পারেননি। তবে সাংসদ এডভোকেট মোঃ আবু জাহির অনলাইনে যুক্ত হন।

সভায় বার্ষিক রিপোর্টে পেশ করেন সাধারণ সম্পাদক এডভোকেট রুহুল হাসান শরীফ।

বক্তব্য রাখছেন কেন্দ্রীয় সাধারণ ইঞ্জিনিয়ার খছরু খান।

সভায় ২০২৩-২৪ সনের জন্য শহীদ উদ্দিন চৌধুরী ও এডভোকেট রুহুল হাসান শরীফ এবং হাফিজুর রহমান নিয়ন পুনরায় যথাক্রমে সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। এতে মোট ২৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।


Spread the love
আজকের সর্বশেষ সব খবর