শনিবার | ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

হবিগঞ্জে প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটে রিচি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

প্রকাশিত : মার্চ ২৫, ২০২৩




Spread the love

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে রিচি উচ্চ বিদ্যালয়। শনিবার (২৫শে মার্চ) হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে ফাইনালে তারা ১৩ রানে জে কে এন্ড এইচ কে হাইস্কুলকে পরাজিক করে।

বৃষ্টির জন্য ২১ ওভারে নির্ধারণ হওয়া খেলায় টসে জয়লাভ করে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২১ ওভারে রিচি উচ্চ বিদ্যালয় ৫ উইকেট হারিয়ে ১৩০ রান সংগ্রহ করে। দলের পক্ষে শাকিল ৪০ ও তানিম ৩০ রান সংগ্রহ করে। জে কে এন্ড এইচকে হাইস্কুলের মাহি পায় ২ উইকেট। জবাবে জে কে এন্ড এইচকে হাইস্কুল নির্ধারিত ২১ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে মাহি ২৯ রান সংগ্রহ করে। রিচি উচ্চ বিদ্যালয়ের শোয়েব ৪টি ও শাওন ৩টি উইকেট লাভ করে। শোয়েব ম্যান অব দ্যা ফাইনাল মনোনীত হয়।

খেলা শেষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এডভোকেট শাহ ফখরুজ্জামান। জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারন সম্পাদক মঈনউদ্দিন তালুকতার সাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাইম ব্যাংক হবিগঞ্জ শাখার ম্যানেজার অপারেশন তনয় কান্তি রায়।

প্রাইম ব্যাংকের পৃষ্টপোষকতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর উদ্যোগে ও হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এই টুর্ণামেন্টে ৪টি স্কুল অংশগ্রহণ করে।


Spread the love
আজকের সর্বশেষ সব খবর