শনিবার | ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

হবিগঞ্জে বন্যপ্রাণী অপরাধ দমন ও বন্যপ্রাণী হ্যান্ডেলিং শীর্ষক প্রশিক্ষণ সমাপ্ত

প্রকাশিত : ডিসেম্বর ১৭, ২০২২




Spread the love

এস এম খোকন ॥ বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ ও আবাসস্থল উন্নয়ন প্রকল্পের আওতায় ১০ দিন ব্যাপী হবিগঞ্জে “বন্যপ্রাণী অপরাধ দমন ও বন্যপ্রাণী হ্যান্ডেলিং” শীর্ষক প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। সাতছড়ি জাতীয় উদ্যানের স্টুডেন্ট ডরমিটরীতে আয়োজিত প্রশিক্ষণ শেষে আয়োজিত সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাখি বিশেষজ্ঞ, আলোকচিত্রী ও লেখক ইনাম আল হক। বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে ও বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা মির্জা মেহেদী সারোয়ারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরী, হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, এশিয়ান টিভির মাধবপুর প্রতিনিধি আজিজুর রহমান জয়, কালের কণ্ঠের বানিয়াচং প্রতিনিধি মোশাহেদ মিয়া,দৈনিক খোয়াই প্রতিনিধি বাহার উদ্দিন প্রমুখ।

এছাড়া হবিগঞ্জ জেলা বন কর্মকর্তা তোফায়েল আহমদ চৌধুরী, প্রথম আলোর হবিগঞ্জ প্রতিনিধি হাফিজুর রহমান নিয়ন,এটিএন বাংলার হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল হালিম, গ্লোবাল টিভির হবিগঞ্জ প্রতিনিধি এস এম এ আজিজ, রেঞ্জ কর্মকর্তা আব্দুল্লা আল আমিন, বিট কর্মকর্তা মামুন অর রশিদ, নাসির উদ্দিন, হিসাব রক্ষক রুপক দেবনাথ, সাংবাদিক, বন বিভাগের বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী, স্থানীয় বিভিন্ন সংঘঠনের নেতৃবৃন্দসহ মোট ৩০ জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন। পরে প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।

১০ দিন প্রশিক্ষণের বিভিন্ন দিনে যারা প্রশিক্ষণ দিয়েছেন তারা হলেন, জাহাঙ্গীর নগর বিশ্ব বিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর ড. মোঃ আব্দুল আজিজ ও প্রফেসর ড. মোঃ মোস্তফা ফিরোজ, বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রেজাউল করিম চৌধুরী, ঢাকা বন বভনের বন সংরক্ষক ইমরান আহমেদ, অপরাধ দমন ঢাকা ইউনিটের বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা রথীন্দ্র কুমার বিশ্বাস, মৌলভীবাজার বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা মির্জা মেহেদী সারোয়ার, গাজীপুর শেখ কামাল ওয়াইল্ডলাইফ সেন্টারের হারপেটোলজিস্ট মোঃ সুহেল রানা, বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা সাবরীনা ছায়ীদা শিমু, বাংলাদেশ আইউসিএনের সিনিয়র প্রোগ্রাম অফিসার সরওয়ার আলম,ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সহকারী অধ্যাপক মুনতাসীর আকাশ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেনারী, এনিমেল ও বায়োমেডিকেল সায়েন্স প্রফেসর ডাঃ টিপু সুলতানসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপকগন।


Spread the love
আজকের সর্বশেষ সব খবর