শনিবার | ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

হবিগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

প্রকাশিত : নভেম্বর ১৪, ২০২২




Spread the love

স্টাফ রিপোর্টার ॥ সারা বিশ্বের ন্যায় হবিগঞ্জেও ডায়াবেটিস দিবস পালন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য ‘আগামীতে নিজেকে সুরক্ষায় ডায়াবেটিসকে জানুন’ এ উপলক্ষে সোমবার (১৪ই নভেম্বর) হবিগঞ্জ ডায়াবেটিক সমিতির উদ্যোগে সকাল ৯ ঘটিকায় হবিগঞ্জ ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালে সমিতির কোষাধ্যক্ষ ফণী ভূষণ দাস এর সভাপতিত্বে ও প্রধান সহকারী মোঃ ফজলুল করিমের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন হবিগঞ্জ ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালে সমিতির সদস্য হাজী সিরাজ উদ্দিন খান, আশরাফ আলী খান, আলহাজ্ব ফরিদ উদ্দিন আহমেদ, মেডিকেল অফিসার ডাঃ দেবাশীষ দেব, ডাঃ সমীর কুমার দেব প্রমুখ।

বক্তারা বলেন, সকলকে স্বাস্থ্য সূরক্ষায় আরও অনেক সচেতন হতে হবে। বিশেষ করে প্রতিটি মানুষের ৪০ বছর বয়স হওয়ার পর পরই ডায়াবেটিস রোগের সৃষ্টির আশংকা দেখা দিতে পারে। সে জন্য সকলকে সতর্ক থাকতে হবে। ডাক্তারের পরামর্শে চলাফেরা ও খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।

উল্লেখ্য, হবিগঞ্জ ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালে সপ্তাহে প্রতি শনিবার হইতে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৮টা হতে দুপুর ২টা পর্যন্ত আউটডোরে রোগী দেখা হয়, কিডনী ডায়ালাইসিস সহ অত্যাধুনিক যন্ত্রাপাতি দ্বারা অত্যান্ত সূলভ মূল্যে সকল ধরনের পরিক্ষা-নিরিক্ষা করা হয়।


Spread the love
আজকের সর্বশেষ সব খবর