বৃহস্পতিবার | ৮ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

হবিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

প্রকাশিত : ডিসেম্বর ১৪, ২০২২




Spread the love

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি উপলক্ষে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করা হচ্ছে শহীদ বুদ্ধিজীবীদের।

বুধবার (১৪ ডিসেম্বর) সকালে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিবসের কর্মসূচি শুরু করা হয়।

পরে দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নূরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, অধ্যক্ষ অধ্যাপক ইলিয়াছ বখত চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা গৌর প্রসাদ রায়, প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরী প্রমুখ।

এছাড়া জেলার মাধবপুর, চুনারুঘাট, শায়েস্তাগঞ্জ, লাখাই, আজমিরীগঞ্জ, বানিয়াচং, নবীগঞ্জ ও বাহুবল উপজেলা প্রশাসনের উদ্যোগে এ দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।

উল্লেখ্য, ১৯৭১ সালে এই দিনে মহান বাংলাদেশে ঘৃণ্য হত্যাকাণ্ড ঘটে। এ দিন মুক্তিযুদ্ধে নিশ্চিত পরাজয় জেনে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জাতিকে মেধাশূন্য করার ঘৃণ্য চক্রান্ত করে। তারা তাদের এ দেশীয় দোসরদের নিয়ে শিক্ষক, বিজ্ঞানী, চিন্তক, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, ক্রীড়াবিদ, সরকারি কর্মকর্তাসহ বহু মানুষকে হত্যা করে।


Spread the love
আজকের সর্বশেষ সব খবর