মঙ্গলবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

হবিগঞ্জ পৌরসভায় ৪ টি ওয়ার্ডে ভিজিএফের চাল বিতরণ ॥ উদ্বোধন করেন এমপি আবু জাহির

প্রকাশিত : জুন ২০, ২০২৩




স্টাফ রিপোর্টার ॥ পবিত্র ঈদ উল আযহাকে সামনে রেখে হবিগঞ্জ পৌরসভায় শুরু হয়েছে ভিজিএফের চাল বিতরণ। সোমবার হবিগঞ্জ পৌর এলাকার ৪ টি ওয়ার্ডের ভিজিএফ কার্ডধারী দরিদ্র পৌরবাসীর মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। সকালে চাল বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির। উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম।

ভিজিএফ কর্মসূচীর প্রথম দিনে হবিগঞ্জ পৌরসভার ২, ৫, ৭ ও ৮ নং ওয়ার্ডে দরিদ্রদের মাঝে চাল বিতরণ করা হয়।

সোমবার ১ হাজার ৭ শত ৩৩ জন কার্ডধারীদের মাঝে চাল বিতরণ করা হয়। ১, ৩, ৪, ৬ ও ৯ নং ওয়ার্ডের বাকী ২ হাজার ৮ শ ৮৮ জন কার্ডধারীর মাঝে ২৭ জুন চাল বিতরণ করা হবে বলে জানিয়েছে পৌরসভা সূত্র। চাল বিতরণ কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোঃ জাহির, গৌতম কুমার রায়, শাহ সালাউদ্দিন আহাম্মদ টিটু, আলাউদ্দিন কদ্দুছ, শেখ সুমা জামান, পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবালসহ অন্যান্যরা।#

আজকের সর্বশেষ সব খবর