স্টাফ রিপোর্টার ॥ শনিবার হবিগঞ্জ পৌরসভার ৩ টি ওয়ার্ডের ৬…
প্রকাশিত : ফেব্রুয়ারি ২৪, ২০২২
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর নাগরিকদের কোভিড-১৯ এর টিকা প্রথম ডোজ দিবে হবিগঞ্জ পৌরসভা। ২৬ ফেব্রুয়ারী শনিবার পৌর এলাকার ১২ টি কেন্দ্রে এ টিকা দেয়া চলবে সকাল ৯ টা হতে বিকেল ৩ টা পর্যন্ত। হবিগঞ্জ পৌরসভার নাগরিকগন যারা ইতিপূর্বে প্রথম ডোজ টিকা গ্রহন করেননি তারা শুধুমাত্র মোবাইল নাম্বার নিয়ে কেন্দ্রে আসলে টিকা নেয়া যাবে।
১৮ বছরের উপরে বয়েসী যে কোন নাগরিক এ টিকা নিতে পারবেন।
পৌরএলাকার কেন্দ্রগুলো হলো- ১ নং ওয়ার্ডের উমেদনগর পৌর হাইস্কুল, ২ নং ওয়ার্ডে সওদাগর কৃষ্ণধন সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৩ নং ওয়ার্ডে রাধাগোবিন্দ আখড়া ঘাটিয়া, ৪ নং ওয়ার্ড চৌধুরী বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় ও নূরুল হেরা জামে মসজিদ মার্কেট চৌধুরী বাজার, ৫ নং ওয়ার্ডের হবিগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৬ নং ওয়ার্ডের আবাসিক এলাকা সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৭ নং ওয়ার্ডের কেন্দ্রীয় সরকারী প্রথমিক বিদ্যালয়, ৮ নং ওয়ার্ডের টাউন মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও খোশমহল কোর্ট ষ্টেশন রোড, ৯ নং ওয়ার্ডের গাউছিয়া সুন্নীয়া একাডেমী শায়েস্তানগর পইল রোড ও প্রমি ট্রেডার্স শায়েস্তানগর।