শনিবার | ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

হবিগঞ্জ-২ আসনের এমপি আব্দুল মজিদ খান করোনায় আক্রান্ত

প্রকাশিত : মার্চ ৩০, ২০২১




Spread the love

নিজস্ব সংবাদদাতা : হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার (২৯ মার্চ) নমুনা পরীক্ষায় তিনি পজিটিভ হন। তার শরীরে সর্দি ও জ্বর রয়েছে। বর্তমানে তিনি রাজধানীতে নিজের বাসভবনে আইসোলেশনে রয়েছেন।

এমপি মজিদ খানের ব্যক্তিগত সহকারী (পিএ) সেলিম উদ্দিন জানান, রোববার কোভিড-১৯ পরীক্ষার জন্য জাতীয় সংসদে নমুনা দিয়ে তিনি হবিগঞ্জে ফিরেন এবং সোমবার রিপোর্ট এলে আক্রান্ত শনাক্ত হয়েছেন।

সেলিম উদ্দিন আরও জানান, করোনা শনাক্ত হওয়ার পর এমপি মজিদ খান রাতেই হবিগঞ্জ থেকে ঢাকায় গিয়েছেন। তার শরীরে হালকা জ্বর ও সর্দি রয়েছে। রাতে নিজের বাসায় আইসোলেশনে থাকবেন।

এদিকে, সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খানের করোনা পজিটিভ হওয়ায় খরবে উদ্বেগ প্রকাশ করেছেন বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলার নেতাকর্মীরা। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে তার রোগমুক্তি কামনা করেছেন।


Spread the love
আজকের সর্বশেষ সব খবর