শুক্রবার | ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

হাউমাউ করে কাঁদলেন পরীমনি

প্রকাশিত : আগস্ট ৪, ২০২১




জার্নাল ডেস্ক ॥ ‘আজকে ফাইনালি বুঝে গেছি, আমাকে মেরে ফেলা খুবই সহজ’- নিজের ফেসবুকে লাইভে এসে ঢালিউডের আলোচিত নায়িকা পরীমনি এ কথা বলেন। বুধবার (০৪ আগস্ট) বিকালে ফেসবুক লাইভে এসে হাউমাউ করে কাঁদে পরীমনি মিডিয়া ও তার সহকর্মীদের সহযোগিতা চান।

ফেসবুক লাইভে পরীমনি আর বলেন, আমার বাসায় কিছু অপরিচিত লোকজন এসে দরজা ধাক্কাচ্ছে। কিন্তু তারা কারা, কোনো থানা থেকে এসেছেন কিনা জিজ্ঞেস করেছিলাম। কিন্তু তারা পুলিশ পরিচয় দিচ্ছেন, কোন থানা থেকে তারা এসেছেন সেটি বলছে না। শুধু দরজা খুলতে বলছেন তারা। পরীমনি বলেন, এখন নিজের ঘর নিজের কাছেই জেলখানা হয়ে গেছে।

তিনি আরও বলেন, আমার বাসায় হামলা হয়েছে। আমি ফেসবুক লাইভ থেকে সহজেই সরবো না।

আজকের সর্বশেষ সব খবর