শনিবার | ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

হেলিকপ্টারে চলছে র‌্যাবের টহল

প্রকাশিত : ডিসেম্বর ১০, ২০২২




Spread the love

জার্নাল ডেস্ক ॥ বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের নিয়মিত সদস্য, র‌্যাব, আনসার, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও বিভিন্ন সংস্থার গোয়েন্দা সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর ৩০ সহস্রাধিক সদস্য দায়িত্ব পালন করছেন।

এছাড়াও সকাল থেকে গোলাপবাগে সমাস্থলে নিরাপত্তা জোরদারে হেলিকপ্টারের মাধ্যমে নজরদারি চলমান রয়েছে বলে জানিয়েছে র‌্যাব। শনিবার বেলা ১১টায় এক ক্ষুদে বার্তার মাধ্যমে র‌্যাবের মিডিয়া ইন থেকে এই তথ্য জানানো হয়।

পুলিশ ও গোয়েন্দাদের দায়িত্বশীল সূত্রগুলো আগেই জানিয়েছে, যেকোনও ধরনের সহিংসতা ও নাশকতা প্রতিরোধে দায়িত্ব পালন করছেন তারা।

নয়াপল্টনে গত ৭ ডিসেম্বর বিএনপির সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও অর্ধশত পুলিশ সদস্যসহ শতাধিক মানুষ আহত হয়েছেন। এরপর থেকে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়। সারাদেশ থেকে আর্মড পুলিশ ব্যাটালিয়নসহ পুলিশের বিভিন্ন ইউনিট থেকে কয়েক হাজার পুলিশ সদস্যকে ঢাকায় নিয়ে আসা হয়।


Spread the love
আজকের সর্বশেষ সব খবর