শনিবার | ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

৩০০ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি: চুন্নু

প্রকাশিত : ডিসেম্বর ১৭, ২০২২




Spread the love

জার্নাল ডেস্ক ॥ আগামী নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সঙ্গে যৌথ সভায় তিনি এ মন্তব্য করেন।

মুজিবুল হক চুন্নু বলেন, দেশের মানুষ আর আওয়ামী লীগ বা বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না। সাধারণ মানুষ মনে করে আওয়ামী লীগ বা বিএনপি নয়, জাতীয় পার্টিই দেশে গণতন্ত্রের প্রকৃত স্বাদ ফিরিয়ে দিতে পারবে।

তিনি বলেন, গঠনতন্ত্র মোতাবেক জাতীয় পার্টি পরিচালনা করা হচ্ছে। আমাদের পার্টিতে কোনো বিভেদ নেই। বাইরের কারও কথায় বিভ্রান্ত হবেন না। যারা পার্টির কেউ না, তাদের কথায় বিভ্রান্ত হওয়ার কোনো যুক্তি নেই।

জাপা চেয়ারম্যান জি এম কাদেরের নেতৃত্বে পার্টি ঐক্যবদ্ধ আছে উল্লেখ করে মহাসচিব বলেন, কাউন্সিলের মাধ্যমে জি এম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান হয়েছেন। তিনি দলের চেয়ারম্যান থাকতে পারবেন না- এমন কোনো কথা আদালতের নির্দেশনায় নেই। কাউকে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণার বাস্তবতাও নেই।


Spread the love
আজকের সর্বশেষ সব খবর